স্থানীয় সংবাদ
নবনিযুক্ত বিজিবি সেক্টর কমান্ডার খুলনার সৌজন্য সাক্ষাৎ

কেএমপি’র পুলিশ কমিশনারের সাথে
স্টাফ রিপোর্টার : কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর সাথে খুলনার নবনিযুক্ত বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম সৌজন্য সাক্ষাৎ করেন। ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় কেএমপি সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র পুলিশ কমিশনার সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার প্রদান করেন। এসময় খুলনার বিজিবি’র বিদায়ী সেক্টর কমান্ডার কর্ণেল মামনুর রশীদ, পিএসসি, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন উপস্থিত ছিলেন।