স্থানীয় সংবাদ

বাগেরহাট- ৪ আসনে এবার নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ

বাগেরহাট প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন অর্থাৎ মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলায় নৌকার মাঝি হতে চান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সফল সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহযোদ্ধা মরহুম আব্দুল আজিজ ও সাবেক সমাজ কল্যান প্রতিমন্ত্রী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সকল শ্রেনী পেশার মানুষের নেতা মরহুম ডাঃ মোজাম্মেল হোসেনের এ আসনের তৃনমুলের সকল নেতা-কর্মী ও সম্মানিত ভোটারদের সম্মতি নিয়ে বদিউজ্জামান সোহাগ সোমবার দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান সোমবার বিকেলে জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ প্রায় সহ¯্রাধিক লোকের সমন্বয়ে বদিউজ্জামান সোহাগ দলীয় মনোনয়ন ফরম পুরন করেছেন। বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বলেন মরহুম আব্দুল আজিজ ও মরহুম ডাঃ মোজাম্মেল হোসেনের হাতে গড়া মোড়েলগঞ্জ ও শরনখোলার মানুষের ভাগ্যন্নোয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বজন জনপ্রিয় এইচ বদিউজ্জামান সোহাগের বিকল্প নেতা আপাততঃ এ আসনে নাই। তাই আমার বিশ^াস সাবেক ছাত্রলীগ নেতা শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা বদিউজ্জামান সোহাগ কে এবার দলীয় নেত্রী আমাদের প্রান প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঞিাচত করবেন না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button