বাগেরহাটে রাস্তায় পরিবহনের চাপায় প্রাণ গেল মটরসাইকেল চালকের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর এলাকায় পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন হোসেন শেখ ওরফে কাজল (২৮) নামের একজন মটরসাইকেল চালকের। আর এ ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে বাগেরহাট- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়া শিবপুর বাজার মোড় এলাকায়। নিহত হোসেন শেখ কাজল বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়ীয়া বিষ্ণুপুর এলাকার আঃ সাত্তার শেখের ছেলে এবং পিরোজপুরে একটি ব্যাংকে কর্মরত। কচুয়া থানার ওসি মোঃ মহসীন জানান, হোসেন শেখ কাজল সোমবার সকালে মটরসাইকেল যোগে বাড়ী থেকে বের হয়ে পিরোজপুরে কর্মস্থল ব্যাংকে যাওয়ার পথে উক্ত স্থানে শরনখোলা থেকে ঢাকাগামী হামীম পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাজল মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় পরিবহনবাসটি আটক করা হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।