কেসিসি ২নং ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ কেসিসি ২নং ওয়ার্ডের রাস্তা-ড্রেনসহ চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন খূলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক । গতকাল সোমবার সকাল ১০টায় তিনি ওয়ার্ডের মীরেরডাঙ্গা এবং সেনপাড়ার নির্মাণাধীন রাস্তা, ড্রেন, কালভার্টসহ চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গুনগত মান বজায় রেখে যথাযথ সময়ে কাজ শেষ করার জন্য আহবান জানান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা তা নজর রাখার আহবান জানায়। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা মো. সেলিম রেজা, মো. শাকিল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি. মোহন মুন্সি, মোঃ নাসির, আব্দুল আওয়াল, সবুজ, সেলিম মুন্সি, মোঃ সোহেল, কামরুলসহ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।