যশোরে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

যশোর ব্যুরো ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বেনাপোল পোর্ট থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম, ঝিকরগাছা থানার ¤্রীরামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে অন্তর হোসেন। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ২৩ নভেম্বর সন্ধ্যায় ডিবি’র এসআই সোলায়মান আক্কাস এর নেতৃত্বে একটি চৌকসটিম মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের জনৈক লিয়াকত হোসেনের মুদি দোকানের সামনে থেকে অন্তর হোসেনকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, বেনাপোল পোর্ট থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ২৩ নভেম্বর রাত ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে পোর্ট থানার একটি টিম পোর্ট থানাধীন বারপোতা গ্রামের জনৈক জামাল উদ্দিনেরন আমবাগানের মধ্যে অভিযান চালায়। এসময় উক্ত বাগানের মধ্যে থাকা জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী ২ জন কৌশলে পালিয়ে যায়। জাহিদুল ইসলামের দখলে থাকা ৩৫৫বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় মণিরামপুর ও বেনাপোল পোর্ট থানায় আলাদা দু’টি মামলা হয়েছে।