ডা. বাচ্চুকে গ্রেফতারে খুলনা ড্যাবের নিন্দা

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে শুক্রবার দুপুরে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। দেশের একজন খ্যাতনামা চিকিৎসককে গ্রেফতারের পর ন্যাক্কারজনকভাবে তাকে চিহ্নিত সন্ত্রাসী অপরাধীদের মতো দাঁড় করিয়ে ছবি তুলে মিডিয়ায় সরবরাহ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি অধ্যাপক ডা. সেখ মো: আখতার উজ জামান ও সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ। তারা অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চু সহ এক দফার চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার সকল পেশাজীবীর মুক্তি দাবি করেছেন।