নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বার্ষিক উদ্যোক্তা সম্মেলন সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠানে সিটি মেয়র

রৌদ্র ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারীদের স্বনির্ভরতা অর্জন ছাড়া একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ প্রদানসহ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী গৃহীত এ সকল সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ মেধা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। সিটি মেয়র শনিবার সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বার্ষিক উদ্যোক্তা সম্মেলন সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন রৌদ্রছায়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। রৌদ্রছায়া ফাউন্ডেশনের সহসভাপতি সেলিনা আক্তার আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার লাভ করায় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মরক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মো: কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ল’ কলেজের অধ্যক্ষ এ্যাড. আওয়াল রাজা, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-খুলনার বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু, নাসিব-খুলনা শাখার সভাপতি মো: ইফতেখার আলী বাবু, সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন ও গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাকেরা বানু। বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।