স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৯.৮৮%

জিপিএ-৫ পেয়েছে ৮১২২জন ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ চলতি বছরে যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় ইংরাজী পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় পাশের হার কম হয়েছে বলে দাবি করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ^াস শাহিন আহম্মদ। রোববার ২৬ নভেম্বর বিকেল ৩ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসব্রিফিং কালে তিনি এই তথ্য জানান। তাই এ বছর যশোর বোর্ডে পাশের হার ৬৯.৮৮%। এ বছর যশোর বোর্ডে ১লাখ ১১হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৯ হাজার ৬শ’ ৩৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৬ হাজার ৬শ’ ১৬জন পাশ করেছেন। এ বছর জিপিএ-৫ এর সংখ্যা ৮ হাজার ১শ’ ২২জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫শ’ ৬৬জন ও ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৫শ’ ৫৬জন। ছেলেদের চেয়ে মেয়েরা ৯শ’ ৯০জন বেশী জিপিএ ৫ পেয়েছেন। চলতি বছরে যশোর বোর্ডে ১০জেলার মধ্যে শীর্ষ খুলনা জেলা। এ জেলায় পাশের হার ৮০.০৪%। এর পর যশোর জেলার অবস্থান। এ জেলার পাশের হার ৭৫.২৮%। সাতক্ষীরা জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। এ জেলায় পাশের হার ৬৯.৭৭%। চতুর্থ অবস্থানে রয়েছেন ঝিনাইদহ জেলা। এ জেলায় পাশের হার ৬৭.৫৮%। ৬৭.৪১% পাশ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছেন মেহেরপুর জেলা। এছাড়া,ষষ্ঠ অবস্থানে মাগুরা জেলা। এ জেলায় পাশের হার ৬৬.০৭%। সপ্তম অবস্থানে কুষ্টিয়া জেলা। এ জেলায় পাশের হার ৬৪.৪৪%। চুয়াডাঙ্গা জেলা অষ্টম অবস্থানে। এ জেলায় পাশের হার ৬২.০৩%। বাগের হাট জেলা ৬১.৬১% শতাংশ নিয়ে পাশের হার নবম অবস্থানে। ৫৮.৮৩% শতাংশ পাশ নিয়ে দশম অবস্থানে রয়েছেন নড়াইল জেলা। প্রেস ব্রিফিংয়ে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শকসহ বোর্ডের আরো একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দেশের শিক্ষাবোর্ড গুলির মধ্যে যশোর বোর্ডে এ বছর এইচএসসি ফলাফলে তলানীর ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ^াস শাহিন আহম্মদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এইচএসসি পরীক্ষায় আন্তবোর্ডে ইংরাজী প্রশ্ন অত্র বোর্ডে কঠিন হওয়ায় শিক্ষার্থীরা ফলাফলে পিছিয়ে পড়েন। তাছাড়া, এ ব্যাপারে বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান গুলির ইংরেজী শিক্ষকদের নিয়ে এ অবস্থার অবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button