স্থানীয় সংবাদ

কুয়েটে ইআইসিটি ২০২৩ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৬ষ্ঠ “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২৩)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ইইই অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সকাল সোয়া ৯টায় কনফারেন্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সচিব মোঃ শামসুল আরেফিন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের অগ্রযাত্রার জন্য ইআইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সরকার প্রযুক্তির উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে, এক্ষত্রে সকলের সহযোগিতা প্রয়োজন”। প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “গবেষকদের জন্য ইআইসিটি নতুন দিগন্তের সৃষ্টি করবে। স্মার্ট বাংলাদেশ, টেকসই উন্নয়ন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গবেষনার কোন বিকল্প নেই”। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই বাংলাদেশের চেয়ার প্রফেসর ড. এম. মশিউল হক। আয়োজক কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার প্রফেসর ড. এম. এম. এ. হাশেম ও আয়োজক কমিটির সম্পাদক প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন। তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ১৩ টি দেশ থেকে ৪৭২ টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত ১৩৮ টি টেকনিক্যাল পেপার মোট ২৭ টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে। এছাড়া কনফারেন্সে ৮ টি কী-নোট সেশন ও ১ টি টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সম্মেলনে আমেরিকা, বেলজিয়াম, ভারত ও বাংলাদেশের প্রায় সাড়ে তিনশত গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করছেন। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় কনফারেন্সের আনুষ্ঠানিক সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button