স্থানীয় সংবাদ

আপনাদের সেবা করার জন্য জননেত্রী শেখ হাসিনা খুলনা-৩-আসনে সেবক হিসাবে আমাকে পাঠিয়েছেন

খালিশপুরে আওয়ামীলীগের সাংগঠনিক সভায় এসএম কামাল হোসেন

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর থানাধীন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের বিশেষ সাংগঠনিক সভা শুক্রবার সন্ধ্যা ৬ টায় ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্য্যলয়ের অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।সম্মানিত অতিথির বক্তৃতায় খুলনা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমি এই খানে থেকে পড়া শুনা করেছি। খুলনার প্রতি এলাকার অলিগলি আমি চিনি ও জানি।আমার রাজনীতি শুরু করেছি এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে। জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় নেতা করেছেন। আপনাদের সেবা করার জন্য খুলনা-৩-আসনে সেবক হিসাবে আমাকে পাঠিয়েছেন। আমি কোনো নেতা হিসাবে নয়, সেবক হিসাবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরে তিল তিল করে দেশ বিরোধী অপশক্তি বিএনপি ও জামায়াতের অন্দোলনকে প্রতিহত করে দুর্দিনে, দুঃসময়ে যারা দলের জন্য হাল ধরেছেন সেই ত্যাগি নেতা কর্মীদের ভাগ্যের উন্নয়নে নৌকার প্রার্থী হয়ে খুলনা- ৩ আসনে এসেছি। আমি খুলনা-৩ আসনে আমার ভাগ্যের পরিবর্তনে আসেনি,আমি আমার স্ত্রী,সন্তান ও আতœীয় স্বজনদের ভাগ্যের পরিবর্তনে এখানে আসেনি। শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষের সাথে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি, আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুলনার নগরপিতা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাথে নিয়ে এই বন্ধ মিল যাতে পুনরায় চালু করা যায় সেদিকে চেষ্টা করব।এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু ও সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার,হাসান হাফিজুর রহমান, মোঃ ইউসুফ মোল্লা, সাজেদা বেগম শিখা, দ্বীন ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, কেসিসি প্যানেল মেয়র এডভোকেট মেমোরি সুফিয়া রহমান শুনু,সাবেক কাউন্সিলর এইচ এম ডালিম হাওলাদার, সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার লিটন, সঞ্চালনায় ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমীর কুমার সরকার ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু। আরো উপস্থিত ছিলেন, মোঃ মুরাদ হোসেন রিপন, ১০ নং ওয়ার্ড কাউন্সিল শরিফুল ইসলাম প্রিন্স,শারমিন রহমান শিখা,এডভোকেট আহাদুজ্জামান,শফিকুল ইসলাম অভি, আবু হানিফা, মনিরুজ্জামান মিয়া, সাংবাদিক বাবুল আক্তার,মোঃ রিপন খান,যুব মহিলা লীগের বাচ্চু মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন, হাজেরা বেগম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button