স্থানীয় সংবাদ

এমপি নয় খাদেম হতে এসেছি, আমি জনগণের খাদেম হয়ে থাকতে চাই

স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভায় এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত খুলনা-৩ আসনের প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেই আজ পদ্মা সেতু হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শ্রমিক বান্ধব বলেই এ অঞ্চলের শ্রমিকদের জন্য সঞ্চয়পত্র চালু করেছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেই খুলনার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বন্ধ হয়ে যাওয়া মিলগুলো চালুর ব্যবস্থা করেছেন। আধুনিক রেল স্টেশন, খুলনা-মোংলা রেল নাইন, খানজাহান আলী (রুপসা) রেল সেতু, শিশু হাসপাতাল, আইসিটি পার্ক প্রকল্প বাস্তবায়ন করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। খুলনাকে চাঁদাবাজ, ভূমিদর্সূ ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্য ৭ জানুয়ারি ভোটারদের উপস্থিত নিশ্চিত করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। সোমবার রাত সাড়ে আটটায় নগরীর ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র খোরশেদ আহম্মেদ টোনা, প্যানেল মেয়র মেমরি সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না আওয়ামী লীগ নেতা কাজী তালাত হোসেন কাউট, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু, মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বায়জিদ হোসেন, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, মোঃ ফরহাদ হোসেন, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, সাব্বির আহমেদ, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, হামিদা বেগম, তানভির ইসলাম সাব্বির, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, আতিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, মোঃ সালাউদ্দিন মুন্সি, পিয়াস ভূঁইয়া, রওশন আনির্জী অন্ত, মোঃ ফয়জুর রহমান আরাফাত, মোঃ আব্দুল রাজ্জাক গাজী, মোঃ শওকত হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ সুমন হাওলাদার, তারিফুল ইসলাম তারিফ, মোঃ মাহফুজুল আলম সুমন, সুমনা আক্তার।
উপদেষ্টামন্ডলীর সদস্য গাজী মোফাজ্জেল হোসেন, মনিরুল ইসলাম, কোমল বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ হানিফ শেখ, মোঃ আলী সোহাগ, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, মাসুম চৌধুরী, এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাঈল হোসেন ইমন, মোঃ শামিম মুন্সি, মো: বদরুজ্জামান, শেখ আনিস, মোঃ আকরাম হোসেন, রাজিব মোল্লা, টুটুল, কামাল, নুরুল ইসলাম নুরু, মোঃ সুমন, প্রমুখ। সভা শেষে তিনি বিআইডিসি রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button