নগরীতে ইয়াবা, ট্যাবলেটের গুড়া গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৩নং স্যার ইকবাল রোড বাইলেনের নারায়ন লাল চৌধুরীর ছেলে মানিক লাল চৌধুরী(২৮), মহেশ্বরপাশা ঋষিপাড়ার মৃত: ফজলুল হকের ছেলে রুবেল হাওলাদার(২৭), পালপাড়া কেদারনাথ মেইন রোডের নান্টু হাওলাদারের ছেলে হাফিজুর হাওলাদার(২৫), মহেশ্বরপাশার ইয়কুব হাওলাদারের ছেলে তোহিদুল ইসলাম(৩১), রুপসী রূপসার সাব্বির হোসেনের ছেলে শহিদুল ইসলাম(৩৫), উত্তর কাশিপুরের শাহাদাৎ শেখের ছেলে মোঃ নয়ন শেখ(২৫)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।