নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ

গণসংযোগকালে এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ একদিকে সংগ্রামের ঐতিহ্য ধারণ করে আরেক দিকে সরকার পরিচালায় উন্নয়নের মাধ্যমে মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করে। শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা আধুনিক ও বিজ্ঞান মনস্ক। একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছে। যার ফলে দেশ আজ একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশে পরিণত হয়েছে। এসব করতে গিয়ে শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। তিনি বলেন, দেশে বড় বড় যে সব প্রকল্প নেওয়া হয়েছে এবং কাজ চলছে এগুলো শেষ হলে এর সুফল হিসেবে দ্রুত প্রবৃদ্ধি হবে। উন্নত দেশের একটা ভিত্তি বর্তমান সরকার দিয়েছে। উচ্চ প্রবৃদ্ধি ও সমৃদ্ধশালী দেশে উন্নীত হওয়ার জন্য বর্তমান সরকার ভিত্তি স্থাপন করেছে। যে সব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের মানুষ এর সুফল পাবে। সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত, সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাবে। আর উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর ১২ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, এ কে এম সানাউল্লাহ নান্নু, এস এম মনিরুল ইসলাম বাশার, প্যানেল মেয়র খোরশেদ আহমেদ টোনা, প্যানেল মেয়র এ্যাড. মেমরি সুফিয়া রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোর্শেদ আহমেদ মনি, মো. সফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, মো. আসলাম আলী, কাউন্সিলর সাহিদুর রহমান, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর খালিদ আহম্মেদ, সোহেল বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।