দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসের মাঠ দিবস
স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর এটিআই’র সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাঠ দিবস অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করেন শেখ মোঃ আলী রেজা উল্লাহ। সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হিরন্ময় কুন্ডু। এ সময় উপস্থিত থেকে আলোচনা করেন দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা, উপসহকারী কৃষি অফিসার আব্দুল কাদের মোল্লা, সাংবাদিক এম রুহুল আমিন, উপ সহকারী প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমানসহ অত্র ব্লকের সকল কৃষক কৃষাণীগণ। বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষিবান্ধব মানুষ। কৃষিকে এগিয়ে নিতে খোরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার প্রচেষ্টায় আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। বাংলাদেশ কৃষি গবেষণার উদ্ভাবিত ব্রি-৭৫ জাতের ধানটি চাষ করলে কৃষকরা লাভবান হবেন। সার ও রোগ বালাই কম লাগে। আগাম ফসলটি ঘরে তুলতে পারে কৃষক। এ ধান কেটে রবি শস্যজাতীয় তেল বীজ চাষ লাভবান হবে কৃষক।