মাশরাফীর প্রচারে ছুটে এসেছেন ঝিনাইদহ থেকে

মোটরসাইকেলের সাথে নৌকা তৈরী করে চমক লাগালো আশরাফুল
নড়াইল প্রতিনিধি ঃ মোটরসাইকেলের সাথে নৌকা তৈরী করে নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তুজাকে ভালোবেসে নড়াইল থেকে প্রায় ১ শত কিলোমিটার দুর থেকে ছুটে এসেছেন ঝিনাইদহের মোঃ আশরাফুল ইসলাম। মোঃ আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার ১০ নং হরি শংকরপুর ইউনিয়নর সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি, নিজ টাকায় মোটর সাইকেল বাদে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে (মোটর সাইকেল বাদে ) মোটর সাইকেল এর সাথে এক বিশাল নৌকা তৈরী করে মাশরাফির প্রচার করে বেড়াচ্ছেন নড়াইলের বিভিন্ন জায়গায়। নৌকার সাথে রয়েছে এলইডি টিভি ও মাইক এবং নৌকায় স্থান পেয়েছে জাতীয় পতাকা, মাশরাফির ছবি এবং সরকারে বিভিন্ন উন্নয়নের চিত্র। মাইকে মাশরাফির গান বাজিয়ে এবং টিভিতে মাশরাফি বিভিন্ন ভিডিও দেখিয়ে সাধারন জনগনকে আকর্ষন করছেন তিনি, যেখানেই যাচ্ছেন সেখানে তাকে ঘিরে ধরছে এলাকা বাসী। আশরাফুল জানান, মাশরাফিকে ভাল বাসেন বলে তিনি নড়াইলে মাশরাফির নির্বাচনি প্রচারে এসেছেন। মাশরাফির ইউনিয়ন মাইজপাড়া থেকে তিনি এ প্রচার শুরু করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। ব্যাপক সাড়া পেয়েছেন।