খুলনায় স্কুলে স্কুলে বই উৎসব : শিক্ষার্থীদের উচ্ছ্বাস
বছরের পহেলা দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই
মোঃ আশিকুর রহমান ঃ আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নতুন বছর ২০২৪ সালের পহেলা দিনেই (১ লা জানুয়ারী) সোমবার সারা দেশের মতো নগরীর খুলনায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে উঠলো নতুন বই। নতুন বছরের পহেলা দিনে নতুন পাঠ্য বইয়ের সুগন্ধে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ১ লা জানুয়ারী (সোমবার) সকালে নগরীর প্রাথমিক স্তরসহ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক স্তরে ২০২৪ সালের পাঠ্যপুস্তক বিনামূল্য বিতরণ করা হয়েছে। জানা গেছে, দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনামূল্য বই প্রদান করে আসছে বর্তমান সরকার। বছরের পহেলা দিনে হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। ঘুরে দেখা গেছে, নগরীর খুলনা জেলা স্কুল, করনেশন স্কুল, খুলনা কলেজিয়েট স্কুল, খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজ, মডেল স্কুল এন্ড কলেজসহ নগরীর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়, মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয়, আড়ংঘাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়, খানাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়, কার্তিকূল সালেহা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, গভঃ ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়, রোটারি মাধ্যমিক বিদ্যালয়, ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়, দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, দৌলতপুর মুহসিন বালিকা প্রাঃ বিদ্যালয়, দৌলতপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুমান সরঃ প্রাথমিক বিদ্যাঃ , কৃষি কলেজ সরঃ প্রাথমিক বিদ্যালয়, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নগরীর বাইরের এলাকাগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করা হয়েছে।
১ লা জানুয়ারী (সোমবার) ২০২৪ সালের নতুন বই প্রাপ্তিতে শিক্ষার্থীদের মধ্যে বাধবাধা আনন্দ আর উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা যেমনি খুশি, তেমনি খুশি অভিভাবকরাও। সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর নবাগত শিক্ষার্থী তাসনিমুর রহমান আরিক জানান, নতুন বছরে, নতুন বই। স্কুলে গিয়েই নতুন বই হাতে দিয়েছেন আমাদের শিক্ষকরা। মন দিয়ে দেখা পড়া করে পিতামাতাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে চাই। শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, বাবা ইতোমধ্যে স্কুল ড্রেস বানিয়ে দিয়েছে। নতুন জুতা কিনে দিয়েছে। স্কুলে যেতে না যেতে হাতে পেলাম নতুন বই। এখন কাজ নিয়মিত স্কুলে যাওয়া, মন দিয়ে লেখাপড়া করা। পরীক্ষায় ভালো ফলাফল করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করা। ৭ম শ্রেণীর শিক্ষার্থী সিদ্দাতুল মুনতাহার মৌরি জানান, গতকাল মায়ের সাথে নতুন স্কুলে গেলাম, সেই সাথে নতুন বই হাতে তুলে দিয়েছেন শিক্ষকরা। খুবই আনন্দ লেগেছে নতুন বই হাতে পেয়ে । অভিভাবক সাদিয়া আফরিন জানান, আমরা যখন লেখাপড়া করেছি, তখন বই কিনতে হয়েছে। আর বর্তমান সরকার বিনামুল্য বই দিচ্ছে। তারও আবার বছরের প্রথম দিনে। এটি বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি। সেই সাথে ছেলে-মেয়েদের বৃত্তির ব্যবস্থাও করেছে সরকার। যা অন্য কোনো সরকার করেনি। দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জোয়ার্দ্দার জানান, বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সাল হতে বিনামূল্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে র্স্মাট বাংলাদেশে রুপ দান করা। যা উদাহরণ নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই। স্কুলে স্কুলে বই উৎসব। যা কেবল মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই সম্ভব হয়েছে।