স্থানীয় সংবাদ

ফকিরহাটে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ভোট দিতে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া আক্তার (২২) নামে একজন তরুণী নিহত হয়েছেন। রবিবার বেলা ১২ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের লখপুর এলাকায়। নিহতের মা আফিয়া বেগম জানান, রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সোনিয়া আক্তারকে নিয়ে তিনি বাড়ি থেকে ভ্যানযোগে লখপুর আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে যায় সোনিয়ার গলায়। এতে সে চলতি ভ্যান থেকে নিচে পড়ে গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় তিলক সিএসএস হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত সোনিয়া ফকিরাহাট উপজেলার লখপুর ১নং ওয়ার্ডের মৃত রুহুল কুদ্দুসের একমাত্র মেয়ে। সোনিয়া তার মায়ের সাথে লখপুর যুগিখালী ব্রীজের নিচে সরকারী জায়গায় বসবাস করেন। সে কাটাখালী হাইওয়ে থানায় রান্নার কাজ করতো। ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button