রূপসায় শ্রমিক লীগ নেতার মিষ্টি বিতরণ

সালাম মূর্শেদী এমপি নির্বাচিত হওয়ায়
স্টাফ রিপোর্টার : খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী পুনরায় নির্বাচিত হওয়ায় রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পূর্ব রূপসা বাগমারা গণকবর স্থান সংলগ্ন এলাকার মানুষ ও বাগমারা দক্ষিনডাঙ্গা খাল পাড় এলাকাবাসী, ঢাকার রোড এলাকা, ব্যাংকের মোড়, পূর্ব রূপসা বাস স্ট্যান্ড চত্বর সহ বিভিন্ন এলাকায় আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩ টায় এ মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. বোরহান হাওলাদার, জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার, শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. আবুল হাসান হাওলাদার, মো. জিরু শেখ, জসিম উদ্দিন, মাসুদ, গোলাম রসুল, কবির শেখ, ইউছুফ শেখ, নারী নেত্রী চম্পা বেগম, ফজিলা বেগম, সালমা, সিমা, সোনা বেগম, মুক্তা খাতুন, হাসি, রুনা, খুশি খাতুন, জোসনা, আনজিরা, সেতারা, পারভীন প্রমুখ।