বিভিন্ন স্থানে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রবাহ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া : ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি আবু সাউদ সরদার। সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, এম এম সুলতান আহমেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, আবু বক্কার খান, মোল্ল্যা জাহিদুল ইসলাম, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, শেখ হাবিবুর রহমান, মেহেদী হাসান বিপ্লব, শীলা রানী মন্ডল, প্রষাভক সুলগ্না বসু, যুবলীগের গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, অমিত বিশ্বাস অপু, এরশাদ আলী মোল্ল্যা, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সরদার রাসেল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।
দাকোপ : ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় চালনা বৌমার গাছতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গোবিন্দ বিশ^াস, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগনেতা মোহন লাল সাহা, সুব্রত মন্ডল, শিবপদ মন্ডল, বিথিকা রায়, শুভংকর রায়, মতিয়ার রহমান, বিকাশ মন্ডল, গোবিন্দ রায়, বাসুদেব মিস্ত্রী, রিয়াদ শেখ, প্রশান্ত মন্ডল, দিলীপ রায়, স্বপ নবর্মন, শেখ ইকরামুল, বাবু বাছাড়, রাসেল কাজি, মামুন শেখ প্রমুখ।
সাতক্ষীরা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার সকালে শহরের খুলনা মোড় এলাকায় বঙ্গবন্ধুর ম্যূরালে উক্ত পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্রান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আওয়মালীগ নেতা শেখ হারুনার রশিদ, এসএম শওকত হোসেন, আ.হ.ম তারেক উদ্দীন, ডাঃ সুব্রত ঘোষ, লায়লা পারভিন সেঁজুতিসহ দলীয় নেতাকর্মীরা।
নড়াইল : নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,বঙ্গন্ধুর প্রতিকৃতি পুস্পমাল্য অর্পন শেষে , পুরাতন বাসটার্মিনাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যলে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,আইন বিষয়ক সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড: আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ খশরুল আলম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা ও কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: খায়রুল ইমলাম,ওলামা লীগ নেতা ডাঃ আল ইমরানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার দিবসটি উপলক্ষে বেলা ১১টায় দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করেন দলীয় নেতা-কর্মীরা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক প্রমূখ। এসময় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়া এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনটি পালন করা হয়েছে।