স্থানীয় সংবাদ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজধানী ঢাকার বনানীস্থ মন্ত্রীর বাসভবনে উপাচার্য কুশল বিনিময় করেন এবং নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চান। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় মন্ত্রীকে অবহিত করে নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। এসময় উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা শুনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button