স্থানীয় সংবাদ

সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁজাবাজমুক্ত মণিরামপুর গড়বো ইনশাল্লাহ : এস.এম ইয়াকুব আলী (এমপি)

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ আমি আমার জীবনের বিনিময়ে হলেও সন্ত্রাসমুক্ত,দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত ও চাঁজাবাজমুক্ত মণিরামপুর গড়বো ইনশাল্লাহ। এ জন্য আমি মণিরামপুরের সর্বশ্রেণির মানুষের সহযোগিতা চাই। মণিরামপুরে কোন দুর্নীজিবাজ ও দুষ্কৃতিকারী থাকবে না। কোন দখলদার থাকবে। মণিরামপুরের জনগণ দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন এ ঋণ আমি কোনদিন ভুলবো না। মণিরামপুরের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো। আমি আমার জীবনকে আপনাদের জন্য উৎসর্গ করলাম। রবিবার দুপুরে মণিরামপুর পৌর শহরের দক্ষিণ মাথায় সোনালী ব্যাংকের সামনে মহাসড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ৮৯,যশোর-৫(মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ¦ এস.এম ইয়াকুব আলী উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও এস.এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মজিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি ইয়াকুব আলী আরও বলেন, আপনারা আমাকে কেহই এমপি বলে ডাকবেন না। আমি নেতা হতে চাই না। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই। তিনি বলেন, আমি নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমি ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবো। মণিরামপুর শহরকে যানজট মুক্ত করার জন্য রাস্তা প্রশস্ত করবো। প্রয়োজনে বাইপাস সড়ক নির্মাণ করবো। সকল সেক্টরে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করবো। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগসহ সকল নিয়োগে বিনা টাকায় নিয়োগের ব্যবস্থা করবো। শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ভাল মানুষকে পরিচালনা কমিটিতে রাখার চেষ্টা করবো। মণিরামপুরের সার্বিক ক্ষেত্রে পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ ও সাবেক ছাত্রলীগ নেতা তাজাম্মুল হুসাইন টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সহসভাপতি গৌর কুমার ঘোষ, সহ-সভাপতি আলহাজ¦ হাসেম আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান ফারুক হেুসাইন, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জী, অধ্যক্ষ মিলন ঘোষাল, তরুন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিল্টন,যুবলীগ নেতা স. ম আললাউদ্দীন,্অ মহিলা লীগ নেত্রী আমেনা বেগম, মাজেদা খানম,তৃপ্তী রানী বৈরাগী, পৌর কাউন্সিলর আদম আলী, আব্দুল কুদ্দুস, বাবুল আকতারসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক,সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত এমপি এস.এম ইয়াকুব আলী ঢাকা থেকে বিমানযোগে সকাল ১১টায় যশোর বিমান বন্দরে পৌছুলে সেখানে বিপুল সংখ্যক নেতা কর্মী তাঁকে লালগালিচা সংবর্ধনা জানিয়ে মোটরশোভা যাত্রার মাধ্যমে মণিরামপুরে নিয়ে আসেন। দুপুর দেড়টার দিকে এমপি ইয়াকুব আলী মণিরামপুরে এসে প্রথমে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সংবর্ধনা মঞ্চে আসলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button