স্থানীয় সংবাদ

মোড়েলগঞ্জে এক নারীকে পিটিয়ে হত্যার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

খুলনা র‌্যাবের অভিযান

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলার চাঞ্চল্যকর শাহিনুর বেগম হত্যা মামলার প্রধানসহ দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান(র‌্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত এজাহার নামীয় প্রধান আসামী হলো মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের মৃত সাত্তার তালুকদারের ছেলে মোঃ মন্টু তালুকদার (৪২) এবং এজাহার নামীয় ৮ নং আসামী একই এলাকার মানিক মল্লিকের স্ত্রী টুলু বেগম (৩২)। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে সোমবার সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয় র‌্যাব-৬ (সদর কোম্পানি) এবং বরিশাল র‌্যাব-৮ এর একটি যৌথ চৌকস আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রবিবার বরিশাল জেলার বানারীপাড়া গোয়াচিত্তা বাজার এলাকা এবং এয়ারপোর্ট থানাধীন নতুন হাট এলাকা হতে পৃথকভাবে এ দুই আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীরা র‌্যাবের প্রাথামিক জিজ্ঞাসাবাদে গৃহবধু শাহীনুর বেগম হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উল্লেখ্য, গত ৪ জানুয়ারী ২০২৪ বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা এলাকায় জমিজমা নিয়ে পুর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এলাকার জাকির হোসেনের স্ত্রী শাহীনুর বেগম কে তার নিজ বাড়ীর উঠানে ফেলে পিটিয়ে জন সম্মুখে হত্যা করে। নৃশংস এ হত্যার ঘটনায় শাহীনুরের স্বামী জাকির হোসেন বাদী হয়ে হত্যাকারীদের আসামী করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এমন নির্মম হত্যাকান্ড বিভিন্ন জাতীয় গনমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায় এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। যা নিয়ে খুলনা র‌্যাব-৬ (সদর কোম্পানি)র একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত এ দুই আসামীকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button