স্থানীয় সংবাদ
ভূমি মন্ত্রণাালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ঃ ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র মহানগরীতে আগমন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা সর্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় মন্ত্রীকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়। এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।