রূপসায় এমপি সালাম মূর্শেদীকে জাতীয় শ্রমিক লীগের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা-তেরখাদা ও দিঘলিয়া থেকে তৃতীয় বার নির্বাচিত হওয়ায় আব্দুস সালাম মূর্শেদী (এমপি)কে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় পূর্ব রূপসা ব্যাংকের মোড় চত্ত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। জাতীয় শ্রমিক লীগ রূপসা উপজেলা শাখার আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবির, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. সোলাইমান হোসেন দুলাল, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, জেলা আ’লীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, বিশিষ্ট সমাজসেবক মো. আক্তার হোসেন খান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ফরিদ শেখ, মো. শাহাজাহান শেখ, মো. হারুন শেখ, মামুন শেখ, মহিলা নেত্রী রিনা পারভিন, সারমিন সুলতানা রুনা, সাইদুর রহমান সগীর, শ্রমিক লীগ নেতা বোরহান উদ্দিন, মো. কুতুবউদ্দিন, মো. ইসহাক শেখ, কবির শেখ, মো. ইউছুফ আলী শেখ, মো. মনিরুজ্জামান হাতেম, এস এম সোহেল হোসেন লিটন, মো. বাবুল হাওলাদার, হারেজ হাওলাদার, লিটু বিশ্বাস, হাসান হাওলাদার, মাসুম হাওলাদার, মো. এশারাত হাওলাদার, ফেরদৌস, সোহাগ হাওলাদার, জিরু শেখ, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভির, চম্পা বেগম, সিমা, ফজিলা, সালমা, রুনা, সাবিনা, পারভিন, হাসি, জোসনা, আরিফা, পাখি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন রূপসা বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন।