ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এম.পিকে ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ায় খানজাহান আলী থানার অন্তগত ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেছে। শুক্রবার আফিলগেটস্থ ৩৬নং ওয়ার্র্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠােেন সংবর্ধিত অতিথি ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা এবং খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠানে মাষ্টার মনিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, খ. ম লিয়াকত আলী, শেখ আব্দুল হক, খান রিয়াজুল ইসলাম রাজা, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, সরদার আলী আহমদ, মো. কায়কোবাদ, মোল্যা স্ইাফুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরক, শেখ শহিদুল ইসলাম, রেজওয়ান আকুুঞ্জী রাজা, ্ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা. মো. হায়দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল ।