স্থানীয় সংবাদ

সিটি কর্পোরেশনকে নিজের বাড়ি নিজের ঘর নিজের শহর মনে করে আমৃত্যু নগরবাসীর কল্যাণে কাজ করুন

কেসিসি’র সাবেক সচিব আজমুল হকসহ তিন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সিটি কর্পোরেশনকে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের শহর মনে করে আমৃত্যু নগরবাসীর কল্যাণে কাজ করুন। কেসিসি’র দাপ্তরিক কাজ থেকে অবসর নিলেও খুলনার মানুষ হিসেবে খুলনাবাসীর পাশে থাকুন এবং দেশ ও জনগণের কল্যাণে আমৃত্যু দায়িত্বশীল থাকুন। কেসিসিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খুলনা মহানগরীকে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে সাবেক কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র রবিবার সকালে কেসিসি’র সাবেক সচিব মোঃ আজমুল হক, অবসরপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদায়ী কর্মকর্তাবৃন্দ এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মোস্তাফিজুর রহমান, স্টোর সুপার শেখ মহিউদ্দিন হোসেন, বাজার সুপার আব্দুল মাজেদ মোল্লা, কালেক্টর অব ট্যাক্সেস তপর কুমার নন্দী, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানি, মোঃ আব্দুর রকীব, লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button