স্থানীয় সংবাদ

খুলনায় সক্রিয় হওয়া মানব পাচারকারী আবারও গ্রেফতার

পাচার বন্ধে র‌্যাবের টার্গেট এখন মানবপাচারকারীদের দিকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আবারও সক্রিয় হওয়া এক মানব পাচারকারীকে গ্রেফতার করলো র‌্যাব-৬। দীর্ঘদিন ধরেই একটি মানব পাচারকারী চক্র খুলনার দারিদ্র প্রীড়িত জনসাধারনকে চাকুরী এবং অর্থের প্রলোভনে ফেলে পার্শ্ববতী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছিলো। এসকল মানব পাচারকারীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। গ্রেফতার হওয়া পাচারকারী হলেন, রূপসা উপজেলার আব্বাস আলী মোল্লার ছেলে ওসিকার মোল্লা (৩০)। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, প্রতারক ও মানব পাচারকারী গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল ২৬ জানুয়ারি র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রূুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে মানব পাচারকারী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ওই দিনই সেখানে অভিযান পরিচালনা করে মানব পাচারকারী ওসিকার মোল্লা (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। কিছু দিন আগেও (গত ১৮ জানুয়ারী) বটিয়াঘাটা উপজেলা থেকে ২টি সাংবাদিক আইডি কার্ড, ৩১টি মোবাইল, নগত টাকা, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বইসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ মোঃ নজিবর রহমান (৪০) নামে এক আন্তর্জাতিক মানব ও স্বর্ন পাচারকারীকে গ্রেফতার করেছিলো র‌্যাব-৬। গ্রেফতারকৃত নজিবর বটিয়াঘাটা উপজেলার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। দীর্ঘদিন ধরেই সে ইউরোপীয় দেশে অবৈধ পথে পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button