স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সেক্টরে কর্মরত শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি শ্রমিকদের যে কোন সমস্যা দ্রুত সমাধানে সকল শ্রম সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। সিটি মেয়র শনিবার বেলা ১১টায় নগরীর খানজাহান আলী থানাধীন হাউজিং এস্টেট আবাসিক প্রকল্প প্রাঙ্গণে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, প্রত্যেক সংগঠনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সংগঠনের সভাপতি মীর মোকছেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের মহাসচিব ও মোংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো: সুলতান হোসেন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতি-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল গফফার বিশ^াস, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ট্যাংক-লরি ওনার্স এ্যাসোসিয়েশন-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতি-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু। সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, শেখ খালিদ আহমেদ, মো: শরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা, খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজুসহ সংগঠনের নেতাকর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button