স্থানীয় সংবাদ

নগরীতে ৩৫ লিটার মদ, ২১৭ পিস ইয়াবা, গাঁজা, একরাউন্ড গুলি, নগদ টাকাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

মাদকমূক্ত শহর গড়তে কেএমপি’র অভিযান

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো–নগরীর সোনাডাঙ্গা তমিজ উদ্দিন সড়কের বিল্লাল হাওলাদারের ছেলে কামরুজ্জামান মিঠু(২০), দেয়ানা দক্ষিণপাড়া হালদার সড়কের বাসিন্দা হায়দার শেখের ছেলে আমিরুল ইসলাম(৩৫), পাবলা দত্তবাড়ির বাসিন্দা ইউসুফ শেখের ছেলে মোঃ হাফিজুল শেখ(২৪), গোয়ালপাড়ার মৃত: চাঁনমিয়া মোল্লার ছেলে মোঃ উজির মোল্লা(২৭), দক্ষিণ টুটপাড়ার বাবুল মুন্সীর ছেলে রুবেল মুন্সি(৩৫), ৪নং ফুডঘাটের হারুন আকনের ছেলে মোঃ সাগর আকন(২৮), শিপইয়ার্ড মেইন রোডের আলী হোসেন হাওলাদারের ছেলে মোঃ সাগর হাওলাদার(২০), শিপইয়ার্ড মেইন রোডের সেলিম হাওলাদারের ছেলে মোঃ পারভেজ হাওলাদার(২৩), মেছের সড়ক আদর্শমহলের জাফর শেখের ছেলে মোঃ রুহুল আমিন শেখ(২৯), মতিয়াখালী মেইন রোডের হেমায়েত খানের ছেলে মোঃ জাহিদ খান(২৫), মতিয়াখালী মেইন রোড ৩নং গলির বিল্লাল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৭), রূপসা স্ট্যান্ড রোডের আঃ রহিম মোল্লার ছেলে মোঃ ইমরান হোসেন(২৭), চাঁনমারী এপ্রোস রোড ২য় গলির কবির শেখের ছেলে মোঃ মানিক শেখ(২৯), চাঁনমারী বাজারের মহসনি জমাদ্দারের ছেলে মোঃ সুজন জমাদ্দার(২৬), মতিয়াখালীর আলাউদ্দিন হোসেনের ছেলে মোঃ সোহেল হোসেন(২৬), কুলিবাগানের বাসিন্দা মৃত: রিয়াজ উদ্দিন শেখের ছেলে মোঃ খোকন শেখ(৪১)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১২ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৩২০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ টি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button