যশোরে ১৬০পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার ২

যশোর ব্যুরো : পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার ৪ ফেব্রুয়ারী আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের শাহ আব্দুল করিম রোড যশোর টু ঢাকা রেললাইনের উত্তর পাশের্^ খড়কীর মৃত লাল মিয়া মোল্যার ছেলে আব্দুল বাশার ও ঝিকরগাছা উপজেলার মাটি কুমড়া বর্তমানে যশোর সদর উপজেলার নওদাগ্রাম মোমিন নগর গ্রামস্থ জনৈক আব্দুস কুদ্দুস এর তয় তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলা পুর্ব পাশের্^র ফ্লাটের ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ফাঁড়ির এক এএসআইসহ একদল পুলিশ রোববার ৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার নওদাগ্রাম মোমিন নগর জনৈক আব্দুল কুদ্দুস এর বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমান ওরফে মিজান এর ঘরে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার ৪ ফেব্রুয়ারী দুপুরে শহরের খড়কী শাহ আব্দুল করিম রোডস্থ রেল লাইনের উপর থেকে আব্দুল বাশার মোল্যাকে ১১০পিস ইয়াবাসহ গ্রেফতা রকরে। সোমবার ৫ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।