স্থানীয় সংবাদ

নতুনরাস্তায় ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ পাবলা নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) হতে ৩ দিন ব্যাপী ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পাবলা নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদ কমিটির আহ্বায়ক, সাবেক কাউন্সিলর আলহাজ¦ এস এম আব্দুল হক’র সভাপত্বিতে গতকাল বৃহস্পতিবার মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেএ’র সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন খন্দকার আজিজুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ইসলামি আলোচনা পেশ করেন হযরত মাওঃ মুফতি মুহিব্বুল্লাহ গওহারী। বিশেষ বক্তার আলোচনা পেশ করেন হাফেজ হযরত মাওঃ শফিকুল ইসলাম ও হযরত মাওঃ জিহাদুল ইসলাম। মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তরফদার মনিরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক মো. জাফর ইকবাল মিলন। দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ইসলামি আলোচনা পেশ করবেন আলহাজ¦ হযরত মাওঃ মুফতি আল-আমিন সাইফী। বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন হাফেজ মাওঃ মুফতি খালিদ সাইফুল্লাহ এমদাদী ও হযরত মাওঃ মুফতি আরিফ বিল্লাহ। মাহফিলের তৃতীয় দিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের স¤œানিত মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ (প্রিন্স), পাবলা নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদ কমিটির সদস্য সচিব ও এম.ডি মিল্কি আইসক্রীম’র মো. মাসুদ হাসান। এছাড়াও উপস্থিত থাকবেন পাবলা নতুনরাস্তা জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ্রে প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলীসহ ইসলাম প্রিয় তৌহিদী জনতা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button