নড়াইলে সড়ক দূর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে সড়ক দূর্ঘটনায় এক ট্রাক হেলপারের নিহত হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৬ টার দিকে ঢাকা- নড়াইল-বেনাপোল সড়কের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের হাওয়াই খালি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার যশোর জেলার মনিরামপুরের জালঝাড়া গ্রামের আব্দুল আহাদ এর পুত্র। ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার মোঃ মাসুদ রানা জনান, শুক্রবার ভোরপৌনে ৬ টার দিকে ঢাকা থেকে একটি মালবাহি একটি ট্রাক ( যশোর ট-১১-৩৯৬১)নড়াইল দিয়ে যাওয়ার সময় ঢাকা- নড়াইল-বেনাপোল সড়কের নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের হাওয়াই খালি ব্রীজে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে গেলে মালের নিয়ে ট্রাকের হেলপার যশোর জেলার মনিরামপুরের জালঝাড়া গ্রামের ইমন হোসেন চাপা পড়ে। নড়াইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ট্রাকের মালামাল সরিয়ে তাকে উদ্ধার।