যশোর শহরের আদালতের নিষেধাজ্ঞা সত্বেও ভবন ভাঙ্গার কাজ চলছে

যশোর ব্যুরো : আদালত কর্তৃক ঘর ভাঙ্গার উপর নিষেধাজ্ঞা সত্বেও শহরের রেলরোডস্থ এলাকার একটি ৩য় তলা বাড়ি এক নারী ও তার ছেলে ভাঙ্গার কার্যক্রম অব্যাহত রাখায় বাদি যশোর কোতয়ালি থানায় রোববার ১১ ফেব্রুয়ারী কোতয়ালি থানার স্মরনাপন্ন হয়েছেন।
যশোর শহরের চোপদারপাড়া শংকরপুর, এলাকার বাসিন্দা এইচ,এস,এম আব্দুর রব বাদি হয়ে থানায় বিজ্ঞ আদালত হতে ঘর ভাঙ্গার উপর নিষেধাজ্ঞা থাকা সত্বেও অন্যায়ভাবে ঘর ভাঙ্গার জন্য প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, যশোর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ১৩১/২১ নং দেওয়ানী মোকদ্দমা দাখিল করেন। বিজ্ঞ আদালত বিবাদী শহরের ৯ নং রেলরোড এলাকর মৃত মিজানুর রহমানের স্ত্রী সামছুন্নাহার রহমান এর বিরুদ্ধে তার ৩ তলা ভবন ভাঙ্গতে না পারেন। তার জন্য স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ দেন। উক্ত আদেশের নোটিশ পেয়ে সামছুন্নাহার ৩ তলা ভবন ভাঙ্গার কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উক্ত সামছুন্নাহার রহমান ও তার ছেলে সোহেল ও রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রয়োজন দাবি করেছেন। বিষয়টি হস্তক্ষেপের জন্য বাদি কোতয়ালি থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।