স্থানীয় সংবাদ
খুলনায় ট্রেনে কাটা পড়ে চিতলমারীর কিশোর নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। পরে সেটি দেখতে আশপাশের লোকজন ছুটে এসে ভীড় জমায়। নিহত হিজবুল্লাহ বাগেরহাটের চিতলমারী এলাকার রুহুল আমীনের ছেলে। সে স্থানীয় একটি গ্যাসের দোকানের কর্মচারী ছিলো। সে খুলনার নির্জন আবাসিক এলাকায় খালার বাড়িতে থাকতো। দুপুরে খালিশপুর মুজগুন্নি নেছারিয়া মাদরাসার বিপরীতে রেললাইনে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক। রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চত করেছেন।