নগরীতে ইয়াবা গাঁজাসহ ৮মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বটিয়াঘাটার কিসমত ফুলতলার মৃত: হাসান গাজীর ছেলে তামিম গাজী(২৪), পূর্ব সেনপাড়ার হামেদ হাওলাদারের ছেলে বিল্লাল হোসেন রনি(২৩), মশিয়ালী পূর্বপাড়ার আজাদ শেখের ছেলে আসাদুল ইসলাম আকাশ(২২), ছোট মির্জাপুরের শাহবুদ্দিন মন্টুর ছেলে মোঃ শামীম হোসেন ওরফে আজাদ(৫২), মিউনিসিপ্যাল ট্যাংক রোডের মৃত: তাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন ইমন(৪০), টুটপাড়া দিলখোলার হায়দার আলী সরদারের ছেলে রব্বানী সরদার(২৬), মহেশ্বরপাশা কালিবাড়ির আব্দুল রবের ছেলে মোঃ রাজিব হোসেন রিজভী(২৮), কচুবুনিয়ার মল্লিকের মোড়ের মৃত: শামসুল হক তালুকদারের ছেলে মোঃ মিরাজ তালুকদার(২৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫৭০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক সেবন করার অপরাধে খানজাহান আলী থানা এলাকা হতে মানিকুর রহমান(৪০), এবং মোঃ আরিফুল ইসলামকে(৩৭) গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি এবং মাদক সেবনকারীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।


