দৌলতপুরে কলাকেন্দ্র’র আয়োজনে বসন্ত উৎসব
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংস্কৃতি বিষয়ক অনুশীলন ও গবেষণা সংস্থা কলাকেন্দ্র দৌলতপুরের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩০ উদ্যাপিত হয়েছে। কলাকেন্দ্রের সভাপতি মাসুদ পারভেজ পাভেলের সভাপতিত্বে ও অধ্যাঃ রিপন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স¤œানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন দৌলতপুর কলেজ (দিবা-নৈশ)’র বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাঃ মোঃ রফিকুল ইসলাম। আলোচনার অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন কলাকেন্দ্র’র আবৃত্তি বিভাগের স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী এইচ এম ফাহিম, এছাড়াও সিয়াম, রিনিসহ শিশু শিল্পীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন নাহিদ আকরাম, পবিত্র রায়, তন্ময় গোস্বামী, শিমুল শেখ, রেনুকা, মাসুদ পারভেজ পাভেল, গোলাম রসুল দুলুসহ নিজস্ব শিশু শিল্পীবৃন্দ। এছাড়া নৃত্য পরিবেশনও করেন কলাকেন্দ্র’র শিশু শিল্পীবৃন্দ। সাহিত্য সম্পাদক পূরবী মন্ডলের সম্পাদনায় বিশেষ সাহিত্য প্রকাশনা ভাজপত্র “কিশলয়” এর মোড়ক উম্মোচিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাঃ সম্পাদক এম নূরুল ইসলাম নূরু, কি-বোর্ডে মোহন সরকার, তবলায় সঙ্গত করেন শেখ সুইট। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।