হিফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও সম্মাননা স্মারক প্রদান

মাদরাসা মারকাজুল মুসলিমীন বালক-বালিকা উদ্যোগ
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ শিরোমনির ঐতিহ্যবাহী মারকাজুল মুসলিমীন বালক-বালিকা মাদরাসা উদ্যোগে হিফজ সমাপনী শিক্ষাত্রীদের দস্তারবন্দী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে মাদরাসা অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের চেয়ারম্যান খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ মোস্তফা হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা মারকাজুল মুসলিমীন বালক-বালিকা পরিচালক মুফতি রিয়াজ উদ্দীন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ মুরসালিন, ইসলামি গজল পরিবেশন করেন মোঃ তানজিম ত্বহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিসেস সাকিলা খান, এরপর প্রতিষ্ঠানের চেয়ারম্যান খান মতিয়ার রহমান কে ক্রেষ্ট প্রদান করেন মুসলিমীন বালক-বালিকা পরিচালক মুফতি রিয়াজ উদ্দীন খান। এবং পরিচালক মুফতি রিয়াজ উদ্দীন খানকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খান মতিয়ার রহমান। এরপর মাদ্রাসার প্রধান শিক্ষককে যৌথভাবে চেয়ারম্যান ও পরিচালক ক্রেষ্ট প্রদান করেন । সকল পবিত্র কুরআনের হাফেজদেরকে ক্রেষ্ট প্রদান করেন চেয়ারম্যান পরিচালক এবং প্রধান শিক্ষক। সকল হাফেজদেরকে পাগড়ী প্রদান করেন মাদ্রাসার চেয়ারম্যান । হাফেজদের পিতামাতাদের সম্মানজনক হাদিয়া প্রদান করেন পরিচালক ও চেয়ারম্যান। প্রধান শিক্ষককে পাগড়ী প্রদান করেন চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষককে হাদিয়া প্রদান করেন পরিচালক। অত্র প্রতিষ্ঠানের প্রথম এই ৪ হিফজ সম্পন্ন করলেন। তারা হলেন শিরোমনির মুফতি রিয়াজ উদ্দীন খান এর পুত্র হাফেজ ফাইয়াজ খান , দিঘলিয়ার বারাকপুরের জাহিদুর রহমানের পুত্র হাফেজ তানজীম হাসান, ফুলতলার গাড়াখোলার আবুল হাসানের কন্যা হাফেজা আয়শা খাতুন ও গোপালগজ্ঞের সুকতাইল গ্রামের জুবায়ের হোসেন এর পুত্র হাফেজ ফাহাদ হোসেন ।