স্থানীয় সংবাদ

কুয়েটে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১৪ তম জাতীয় ¯œাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গণিত বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলিম্পিয়াডের আহ্বায়ক বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং সম্পাদক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
বিকালে অডিটরিয়ামে অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অলিম্পিয়াডে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে দশ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে এসভিপি, জনতা ব্যাংক লিমিটেড, ইরা কন্সট্রাকশন ও এমআরএম ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button