খুলনায় অনুমোদনহীন দু’টি ক্লিনিক বন্ধ

স্টাফ রিপোর্টারঃ অনুমতি না থাকায় খুলনা মহানগরীর দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিক দুটি হলো- স্টার ডায়াগনস্টিক সেন্টার ও অংকুর ডায়াগনস্টিক সেন্টার। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিউ পথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অনুমতির কাগজপত্র তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. সাদিয়া মনোয়ারা উষা বলেন, বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীতে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। দুপুর ১২টায় খুলনা মহানগরীর শান্তিধাম মোড় এলাকায় স্টার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্টার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। তিনি জানান, সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অংকুর ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালিত হয়। অনুমতি না থাকায় এ প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই এলাকার নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুমতি না থাকায় তাদেরকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।