খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল ১৬ মার্চ
খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ১৬ মার্চ (শনিবার) ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। আজ সোমবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় পবিত্র রমজান মাসে ক্লাবের সেবা প্রদানের সময়সূচিতেও পরিবর্তনের প্রস্তাব করা হলে তা অনুমোদন দেয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী ক্লাবের সদস্যদের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। সর্বসাধারণের জন্য ক্লাবের মিলনায়তন বুকিং কার্যক্রম সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত হবে। সভায় পবিত্র ঈদুল ফিতরের পর ক্লাবের আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন, বিদেশ শিক্ষা সফর ও উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ মো: সেলিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মো: তরিকুল ইসলাম, রকিব উদ্দিন পান্নুু, সোহরাব হোসেন ও শেখ মাহমুদ হাসান সোহেল উপস্থিত ছিলেন।