স্থানীয় সংবাদ

কোনভাবেই কোন পুলিশ কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় পাবলিক প্লেসে ধূমপান করতে পারবে না- কেএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : তামাক বিরোধী সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাতে কেএমপি কমিশনার মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম বলেন “কোনভাবেই কোন পুলিশ কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করতে পারবে না।” বুধবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে খুলনা বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যরত সংগঠন- এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন- সিয়াম এর যৌথ উদ্যোগে মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, খুলনা মেট্রপলিটন পুলিশ, খুলনা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালীন সময়ে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), খুলনা মেট্রপলিটন পুলিশ, খুলনা; এ্যাডভোকেট মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক, সিয়াম; কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন এবং মোস্তাফাজুর রহমান শাকিল, প্রকল্প কর্মকর্তা, সিয়াম।
তামাক বিরোধী সংগঠনের পক্ষথেকে, পুলিশ কমিশনার, খুলনা মেট্রপলিটন পুলিশ, খুলনা এর নিকট একটি লিখিত পত্র, আইন ও বিধিমালা এবং নো-স্মোকিং সাইনেজসহ স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ক নির্দেশিকা প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রদানকৃত উক্ত পত্রে বলা হয়েছে; সকল থানা, পুলিশ কার্যলয় ও ফারি এবং পুলিশ বক্স সমূহে আইন অনুসারে নো-স্মোকিং সাইনেজ স্থাপন ও ধূমপানমুক্ত ঘোষনা করা। সাব-ইনস্পেক্টর পদমর্যাদার নি¤েœ নহেন এমন পুলিশ কর্মকর্তাকে নিয়মিতভাবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মনিটরিং ও সহযোগীতা করার জন্য লিখিত নির্দেশনা প্রদান করা এবং সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারিদের পাবলিক প্লেসে ধূমপান না করার জন্য লিখিত নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করা হয়। পুলিশ কমিশনার, খুলনা মেট্রপলিটন পুলিশ, খুলনা বলেন; তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কোনভাবেই কোন পুলিশ কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করতে পারবে না। পুলিশের সকল প্রতিষ্ঠান ধূমপান মুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং নতুন করে এসকল স্থানে নো-স্মোকিং সাইনেজ স্থাপন করা হবে। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ এর ধারা-৪: অনুসারে, পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ; কোন ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘণ করিলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদন্ড দন্ডণীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডণীয় হইবেন। জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য স্থানকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিধি (৮) অনুসারে, ধূমপানমুক্ত স্থান সংক্রান্ত সতর্কতামূলক নোটিশ প্রদর্শন; (ক) পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনের প্রবেশপথে এবং অভ্যন্তরে এক বা একাধিক দৃশ্যমান স্থানে “ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত সতর্কতামূলক নোটিশ বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। (খ) পাবলিক প্লেসে সতর্কতামূলক নোটিশ বোর্ডের সাইজ অন্যূন ৪০ সে. মি. দ্ধ ২০ সে. মি.। (গ) সতর্কতামূলক নোটিশ সাদা জমিনে লাল অক্ষরে অথবা লাল জমিনে সাদা অক্ষরে ধূমপানমুক্ত সাইনসহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ। কোন ব্যক্তি এই বিধান লংঘন করলে তিনি অনধিক এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button