খুলনায় ওয়েভ জুট টেক্সটাইল মিলস ্লিঃ এ জাতীয় পাট দিবস উদযাপন

আটরা গিলাতলা প্রতিনিধিঃ ৬ মার্চ জাতীয় পাট দিবস-২০২৪, উপলক্ষে খুলনার ওয়েভ জুট টেক্সটাইল মিলস্ লিঃ গতকাল পাট অধিদপ্তর ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বর্নাঢ্য র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাট দিবসের আলোচনায় অংশ গ্রহণ করে। এ সকল অনুষ্ঠানে মিলের পক্ষ থেকে এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার হাফেজ আহমদ সরকার, প্রোডাকশন ম্যানেজার ইমরাক হাসান, ব্যবস্থাপক মাননিয়ন্ত্রন মোঃ সাজেদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শফিয়ার রহমান,পাট কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ষ্টোর অফিসার মোঃ সোহাগ,টেকনিক্যাল কো-অর্ডিনেটর এস. এম. সিরাজ আহম্মেদ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী, উৎপাদন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) প্রসেনজিৎ, সিকিউরিটি ইনচার্জ মোঃ ফয়সাল সহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন। জাতীয় পাট দিবস উপলক্ষে মিল গেট সহ মিল অভ্যন্তরে সাজসজ¦া করা হয়।