ফকিরহাটে সড়কে ঝরল ভ্যান চালকের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় বে-পরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সাহেব আলী (৫০) নামে ব্যাটারীচালিত একটি ভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা নাজিয়া বেগম নামের একজন যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় (৯ মার্চ) এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ফকিরহাট উপজেলা পাগলা শ্যামনগর গ্রামের মৃত জাফর সরদারের ছেলে। আহত নাজিয়া বেগম একই গ্রামের সাগর হোসেনের স্ত্রী। ফকিরহাট থানা পুলিশ জানায়, সাহেব আলী এজন মহিলা যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যান যোগে গ্রামে যাওয়ার পথে উক্ত মহাসড়কের আরা ফিলিং স্টেশনের সামনে বিপরিত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাহেব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত যাত্রী নাজিয়া বেগম কে ফকিরহাট হাসপাতালে ভর্ত্তি করা হলে এখানে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ায় স্থানীয় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান।