স্থানীয় সংবাদ

নগরীতে স্বামী-স্ত্রী এক সাথে বিষ পান

স্বামীর মৃত্যু : স্ত্রী চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে স্বামী-স্ত্রী কথা কাটাকাটি এক পর্যায়ে দুইজনে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন। তাদের দুইজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছে স্বামী আনোয়ারুল (২৭) ও স্ত্রী সুরাইয়া কেয়া (১৯)। এর মধ্যে স্বামী আনোয়ারুল গতকাল সকাল পৌনে দশটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া কেয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার গভীর রাতে নগরীর হরিণটানা থানাধীন শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খুমেক হাসপাতালের সূত্র মতে, উক্ত এলাকায় রোববার গভীর রাতে আনোয়ারুল ও তার স্ত্রী সুরাইয়া কেয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী দুইজনই আত্মহত্যার উদ্দেশ্যে ইঁদুর মারার বিষ পান করেন। এ সময়ে দুইজনে অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়-স্বজনরা তাদেরকে রোববার রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ ( খুমেক) হাসপাতালে মেডিসিন ৭-৮ ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল পৌনে ১০ টার দিকে আনোয়ারুল মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button