রূপসায় বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা গত ১১ মার্চ বেলা ১১ টায় মোন্তাজ মার্কেটে বাজার বণিক সমিতির কার্যালয় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আখতার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট চিংড়ি মাছ ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান শেখ, রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ক্যাম্পের এসআই মোস্তফা কামাল, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফরিদ শেখ। বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরাফাত হোসেন লিমনের সভাপতি অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান। এ সময় বক্তৃতা করেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আলম খান, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হাসান হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার রতন প্রমূখ। বক্তারা বাজারের ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট ও পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তৃতা দেন। বর্তমান পরিস্থিতির সাথে বিবেচনা করে বাজার ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির চাঁদার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত ও বাজারে যে সকল সমস্যা বিদ্যমান রয়েছে সে বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণে উপস্থিত সকলে একমত পোষণ করে।