যশোরে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা র্যাবের হাতে পিস্তল ওয়ান স্যুটারগান গুলিসহ গ্রেফতার

যশো ব্যুরো ঃ রমজান আলী হত্যাসহ বহু মামলার দূর্ধর্ষ আসামী রাজা ওরফে পিচ্চি রাজা (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল। এ সময় তার ডেরায় থাকা একটি পিস্তল,ম্যাগজিন,একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড ওয়ান স্যুটারগানের গুলি,১টি টিপ চাকু,২টি লোহার তৈরী হাত কুড়াল,১টি স্টীলের হাত কুড়াল,্একটি ধারালো ছুড়া ও একটি দা উদ্ধার করেছে। সোমবার ১১ মার্চ বিকেল সাড়ে ৫ টায় শহরের পৌরসভার ৫নং ওয়ার্ড রেলগেট চোরমারা দিঘীর পাড়া জনৈক মনোরঞ্জন ওরফে মনো এর পতিত জমির পূর্ব উত্তর কোনোর কচুয়র ঝোপের মধ্যে হতে পিচ্চি রাজার দেয়া একটি প্লাস্টিকের বস্তার মধ্যে হতে অস্ত্র উদ্ধার করা হয়। এ দিন বিকেল ৩ টায় শার্শা থানাধীন দাদখালী গ্রামের রুদ্রপুর ব্রীজের অংশ পাশের এলাকায় পিচ্চি রাজা আত্মগোপন করে আছে এমন খবরের ভিত্তিতে রাজা ওরফে পিচ্চি রাজাকে র্যাবের একটি চৌকস টিম গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৯টি মামলা রয়েছে বলে র্যাবের অভিযানিক টিম জানিয়েছেন। মঙ্গলবার ১২ মার্চ দুপুরে পিচ্চি রাজাকে অস্ত্র মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিকেলে তাকে আদালতে সোপর্দ করে। পুলিশ জানায় রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে রমজান আলী হত্যাসহ বেশ কয়েকটি হত্যা,ডাকাতি,দস্যুতা,দ্রুত বিচার আইন,অস্ত্র,ডাকাতি প্রস্তুতি,ছিনতাইসহ ১৯টি মামলা চলমান রয়েছে।