দৌলতপুরে জুয়ার আসরে পুলিশের হানা : ৫ জুয়াড়ী আটক
তাসসহ নগদ অর্থ জব্দ, জুয়ার আইনে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থানাধীন নতুনরাস্তা বাংলার মোড়স্থ এলাকার বাসিন্দা কাউসারের বসত ঘরের মধ্যে ১৫ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অপরাধে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিন পাবলা বাংলার মোড় এলাকার বাসিন্দা মো. কাউসারের ছেলে মো. মুরাদ হোসেন ওরফে সাদ্দাম (৩২), একই এলাকার বাসিন্দা মৃত- নোয়াব আলী শেখের ছেলে মো.দবির হোসেন কেষ (৫১), নতুন রাস্তা মোড় রুহুল শেখের বাড়ীর ভাড়াটিয়া মৃত- খোরশেদ মোল্লার ছেলে মো. আনিচ মোল্লা (২৬) দক্ষিণ কাশিপুর এলাকার বাসিন্দা মৃত-ফেরদাউস ব্যাপারীর ছেলে মো. বারেক ব্যাপারী (৬০) ও দক্ষিন কাশিপুর কাউছার শেখের বাড়ীর ভাড়াটিয়া মৃত-সাইদুর রহমানের ছেলে মো. জয়নাল শেখ (৬০)। ওই ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) রাতে এস.আই মো. বদিউর রহমান বাদী হয়ে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করেন। ঘটনাস্থল হতে পুলিশ নগদ অর্থ (নয়শত চল্লিশ) টাকাসহ এক সেট তাস জব্দ করেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নতুনরাস্তা বাংলার মোড়স্থ আসামী মো. মুরাদ হোসেন ওরফে সাদ্দাম (৩২), পিতা- কাউছার বসত ঘরের মধ্যে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টাকালে ৫ জুয়ারীকে আটক করে পুলিশ। ঘটনাস্থল হতে নগদ অর্থসহ খেলার তাস জব্দ করে পুলিশ। ওই ঘটনায় গ্রেফতারকৃত ৫ জুয়ারীর বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ। শনিবার (১৬ মার্চ) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ হাওলাদার জানান, শুক্রবার (১৫ মার্চ) রাতে নতুনরাস্তা বাংলার মোড়স্থ আসামী মো. মুরাদ হোসেন ওরফে সাদ্দাম (৩২), পিতা- কাউছার বসত ঘরের মধ্যে কয়েকজন ব্যক্তি মিলে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ঘটনাস্থল হতে ৫ জুয়ারীকে আটক। আসামীদের বিরুদ্ধে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জুয়ার আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ ) দুপুরে আাসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক আসামীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।