স্থানীয় সংবাদ

নানা আয়োজনে বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

প্রবাহ ডেস্ক
নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ১০টায় এ উপলক্ষে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী ও কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ টিপু সুলতান। শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, মোঃ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, শিক্ষার্থী ফাতিমা আল মায়াজ, নাবিহা তাসনিম, শীর্ষ বৈরাগী প্রমুখ।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার দাশ, ওসি (অপারেশন) রঞ্জন গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, শিক্ষার্থী সাজিদুর রহমান, ফারিহা রহমান ও সাঈফ ইমাম। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিকে রোববার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, শেখ আনিছুর রহমান মুক্ত, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ^াস, জিএম ইকরামুল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষ্ণপদ মন্ডল, আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।
দাকোপ
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চত্রবর্তীর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বীরমুক্তিযোদ্ধা ভবন চত্বরে থাকা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধা নিবদেন করেন চালনা পৌরসভা, দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অপরদিকে বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃত করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর শুভংকর রায়, আঃ গফুর সানা, আওয়ামীলীগনেতা আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, রবীন্দ্রনাথ সরদার,কাউন্সিলর রুস্তম আলী খান, আব্দুস সাত্তার সরদার, আমোদিনী রায়, নাসিমা বেগম প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। প্রধান বক্তৃার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যারন পঞ্চানন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর সভার মেয়র সনত কুমার বিশ^াস, অধ্যাপক দুলাল রায়, অধ্যাপক সুপদ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, অধ্যাপক লিপিকা বৈরাগী, বিজয় লক্ষ্মী সাহা, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর শুভংকর রায়, আঃ গফুর সানা, আওয়ামীলীগনেতা আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, কাউন্সিলর নাছিমা বেগম, দেবাশিষ ঢালী, অর্ধেন্দ্র শেখর রায়, শিবপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, পারভেজ শেখ প্রমুখ।
ফুলতলা
দিবসটি উদযাপনের লক্ষ্যে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা, র‌্যালি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মোংলা
দিবসটি উপলক্ষে মোংলায় অসহায়, দুস্থদের ও শ্রমিক কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কার্যালয়ে ১৫০০ শ্রমিক-কর্মচারীদের মধ্যে উন্নতমানের ইফতার সামগ্রী তুলে দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর বার্থ অপারেটর এ্যাসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এস এম মোস্তাক মিঠু, এইচ এম দুলাল ও মশউর রহমান। এদিকে একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়, দুস্থদের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী দিয়েছে কোস্টগার্ড। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফায়েজ উদ্দিন আহমেদসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শরণখোলা
দিবসটি উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ। রবিবার বিকেল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দি শান্ত ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, এম ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাকির হোসেন খান মহিউদ্দিন, হাছানুজ্জামান পারভেজ, আলমগীর তালুকদার, শহিদুল ইসলাম খান, নজরুল ইসলাম আকন, তপু বিশ্বাস, তাজু সরদার, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরন এবং উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৬০০ দুঃস্থ পরিবারকে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তাগণ। সভা শেষে দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চিতলমারী
দিবসটি উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ম ভবণে শিশু সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার শেখ আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ এম আর ফরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধাগণ প্রমূখ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ, সুবিধা জনক সময়ে হাসপাতালে রোগীদের ও এতিমখানার এতিমদের উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধা জনক সময়ে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যা ৬টায় আলোক সজ্জা।
নড়াইল
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদাভাবে এর আয়োজন করছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদিকী, জেলা মহিলা আওয়ামীরীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাডঃ পরিতোষ বাগচী,জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে ও পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা এর পক্ষে ,জেলা প্রশাসন,বিচার বিভাগ পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ,নড়াইল পৌরসভা, আইনজীবি সমিতি, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা ছাত্রলীগ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা হয়।
কলাপাড়া
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মীরা। দিনব্যাপী উপজেলা প্রশাসকের কার্যালয়ে শিশুদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া এসিল্যান্ড মোঃ ক্যেশিক আহমেদ, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সিমা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়ল মোঃ হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউপি চেয়াম্যান মোঃ বাবুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button