বিভিন্ন বাজারের নিয়মে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে

পথের বাজার বণিক সমিতির নির্বাচন
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার পথের বাজার বনিক সমিতির নির্বাচন নিয়ে বাজার বণিক কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ ইকতিয়ার হাসান মওলা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন খুলনা জেলার আওতাধীন সকল বাজার বণিক সমিতির নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয় অনুরূপ একইভাবে পথেরবাজার বণিক সমিতি নির্বাচন ত্রি-বার্ষিক নিয়মে অনুষ্ঠিত হবে।আমাদের বাজার বণিক সমিতির কোন নিবন্ধন নাই।পার্শ্ববর্তী বাজার গুলো যেমন জামিরা বাজার বণিক সমিতি,ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটি,ইস্টার্ন গেট বাজার বণিক সমিতি,আফিল গেট বাজার বণিক সমিতি,সহ পার্শ্ববর্তী খুলনা জেলার বণিক সমিতির নির্বাচনের নিয়মে পথের বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে যথাসময়ে। তিনি আরো বলেন এ ব্যাপারে কারো কোন অভিযোগ থাকলে সেটা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা নির্বাচনী কর্মকর্তা,এবং খুলনা জেলা প্রশাসকের কাছে বাজারের ব্যবসায়ি সহ যে কেউ অভিযোগ করতে পারেন। কিন্তু সেটা না করে নির্বাচনকে কেন্দ্র করে বাজারে বৃশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্য যদি বাজারের পরিবেশ নষ্ট করা হয়। তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন আরো বলেন আমি আশা করি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নিয়মের বাইরে কেউ যাবে না।