বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকের টাকা কেটে নেয়ার ঘটনায় গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে কারাগারে

নতুন করে আরো তিনজন গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ক্যাশ কাউন্টার থেকে দুর্বৃত্তরা গ্রাহকের ব্যাগ কেটে দু’লাখ টাকা নিয়ে চম্পট দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত যুথি আক্তার শ্রাবন্তী (১৯) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানী শেষে আদালত দু’ দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদ শেষে শ্রাবন্তীকে কারাগারে প্রেরণ করা হয়। তার দেয়া স্বীকারোক্তী মতে পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কয়রা উপজেলার ফুলতলা গ্রামের সোনা গাজীর স্ত্রী সখিনা বেগম(২২)। বর্তমানে সে নগরীর গোবরচাকা পল্লীমঙ্গল স্কুলের পাশে বসবাস করছে। নগরীর মুড়িপট্টি সাহেবের কবরখানার বাসিন্দা মৃতঃ নজরুল ইসলাম গাজীর স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও রূপসা উপজেলার রামনগর বড় মাঠের পাশের বাসিন্দা রেজাউলের স্ত্রী সুমি আক্তার(২২)। এদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ওসি কামাল হোসেন খান জানান। এ চক্রটি টাকা কেটে নেয়ার কথা স্বীকার করেছে। পাশাপাশি তারা টাকা ভাগভাটোয়ারা করে নিয়েছে বলে ওসি জানান। এদিকে গত ১০ মার্চ বাদী ব্যাংক স্টাফরা জড়িত সন্দেহে ব্যাংক কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন বাদী।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২৯ ফেব্রুয়ারী দুপুরে আফরোজা আক্তার সবর তার মেয়ে রওশনারার পারিবারিক সঞ্চয় টাকা উত্তোলন করতে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখায় যান। টাকা উত্তোলন শেষে গণনা করে টিস্যু ব্যাগে রাখেন। নগদ দু’লাখ টাকা রাখার পর খুচরা আরো ২৫ হাজার টাকা গণনা করে ব্যাগে রাখতে গেলে দেখেন তার ব্যাগ হালকা। এমন সময় তিনি ব্যাগে হাত দিয়ে দেখেন ব্যাগের সাইড কাটা। কে বা কারা ব্যাগ কেটে নগদ দু’ লাখ টাকা নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চেঁচামেচি করলে পুলিশ আসলেও দুর্বৃত্ত আটক বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৬ মার্চ খুলনা সদর থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় যুথি আক্তার শ্রাবন্তী (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সরালিয়া গ্রামের বাসিন্দা হাসানের স্ত্রী। মামলাটি তদন্ত করছেন এসআই মোল্ল্যা জুয়েল রানা। এ ব্যাপারে কথা হয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ক্যাশ) কার্ত্তিক চন্দ্র হালদারের সাথে। তিনি জানান, যেহেতু এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ব্যাংকও সেই অপেক্ষায় রয়েছে।